ঘুমায় প্রবীণ রাত-
নিয়ন নগরীও গভীর কোমায়;
জ্বলছে রাজপথ, গোটা দেশ।
তবুও চারপাশ শুয়ে বসে-
নিরবতা সুনসান;
ঈশ্বরও আছেন বেশ!


বিষাদ-তেঁতো মন; নিভৃতে কাঁদে-  
অসহায় কিছু কবিতার প্রাণ।


তেড়ে আসা মাংসাশী সময়;
জ্যান্ত পথিক পোড়ায়;
হলদেটে বিবেক বহুরূপী অক্টোপাস;
চতুষ্পদ রাজনীতি চোখ রাঙায়!