আজ আর কবিতা নেই বোধের জগত শুন্য আমার
শব্দের পরে শব্দ রেখেছি তবু হয়না সে ভাষা বোঝার।
কেন পরাণ কেঁদে ওঠে কেন মাটি হয় দেহ,
কেন পথ চেয়ে থাকি, কাছে আসেনাতো কেহ।
যত আমি তারে চাই আপনারে মন ব্যাথা জানাবারে,
যত কাছে যাই ধরিবারে, তবু যায় বারে বারে দূরে দূরে।