প্রিয় প্রমীলা,
তোমারে চাই আমার সমস্ত জীবনে;
প্রতি ক্ষনে প্রতি স্পন্দনে।


মনের গহন থেকে গহীনে তোমারে চাই,
অনুভবের প্রতি পলে পলে তোমাকে চাই,
গ্রীষ্মের তাপিত রুদ্র রুপে তোমাকে চাই।


হে রুদ্রতমা;-
জীবনের পঙ্কিলে যত গ্লানি হয়ে আছে জমা,
কালবোশেখের প্রচন্ড ঘুর্নি হয়ে তুমি ফিরে এসে-
আমার সকল পাপ দাও ঘুচে দারুন সর্বনাশে!


এসো কৃষ্ণমেঘ প্রিয়া,
আষাঢ়ের ঘন কালো মেঘে আকাশ ব্যাপিয়া।
নব ধারা জলে শুরু হোক জীবনের জয়গাথা,
তোমায় অঙ্গে ধরে,  জুড়াক আমার সকল ব্যাথা।
রুক্ষ ক্ষরার করো অবসান 
জুড়াও আমার তৃষিত প্রান,
তুমি এসো;
এসো শিক্ত করো আমারে প্রিয়ে তোমার করুণা বরোষণে।


এসো তুমি শুদ্ধ নির্মলা,
এসো স্নিগ্ধ শরতের শুভ্রকান্তি চঞ্চলা চপলা।
চলো ভেসে চলে যাই দিগন্তের সুদূর নিলীমায়-
সেথা আমার কুঞ্জে ধবল কাশের বনবিথীকায়;
হংস কোমল শরীর নিয়ে এসো প্রিয়ে প্রেমের আলিঙ্গনে।


এসো হেমন্তের দুহিতা,
নব নব রুপে ভরা ফসলের মাঠে ছেয়ে আছে সে বারতা।
এসো তৃপ্তি, প্রসন্ন হাসিমাখা চির প্রফুল্ল কুমারী -
আমার আঙিনা তোমার প্রসাদে দাও তুমি ভরি;
এসো আজন্ম বুবুক্ষু প্রেমিকের দীনহীন গৃহে সংগোপনে।


এসো চির উষ্ণ প্রেয়সী,
এসো তুমি শীতল বক্ষে  প্রেমের আলিঙ্গনে ভাসি।
শীতল মৃদু মন্থর মাঘের উত্তরবায় ভোরের কুয়াশায়-
তুমি এসো হে প্রিয়ে আর একবার আমার বিষন্নতায়;
রিক্ত শুন্য এ প্রান উঠুক জেগে তোমার আগমনে।


এসো হে বাসন্তী,
কচি কিশলয় হয়ে পল্লবে পল্লবে ঝরুক তোমার গীতি।
শিমুলের রঙে রাঙা প্রেম হয়ে জেগে ওঠো হৃদয়ের আঙিনায়,
তোমারে গেথেছি কুসুমে কুসুমে আমার সমস্ত ভালোবাসায়;
এসো মাধুকরী প্রিয়ে, এসো চিরদিন তোমার মধুর গুঞ্জরণে।