আমি প্রেমের জন্যে এসেছি
প্রমিলা,
আজ আমি প্রেমের জন্যে এসেছি- হাতে গোলাপ
বিশ্বাস করো দোকান থেকে সস্তায় কিনে আনিনি;
হৃদয়ের রক্ত দিয়ে স্নাত এর প্রতি পাপড়ি, নিঃশ্পাপ
তোমার লাল ঠোঁটের মতো।


আজ সত্যিই  প্রেমের জন্যে এসেছি- আমি জানি
তোমার উদ্যানে এখনও আছে বসন্ত;
আমি কবিতা লিখেছি; সস্তা স্তুতি বা প্রশ্ংসার লোভে নয়;
তোমার মুগ্ধ্তার   প্রশস্তি আছে এর প্রতি বর্ণে ও শব্দে ।


বিশ্বাস করো আমি প্রেমের জন্যে এসেছি- আমি নির্ভয়
সভ্যতার আদিকাল থেকে আমি বারবার বহু শতাব্দে-
ছিলাম তোমার প্রণয় প্রার্থী।
রিক্ত করিনি তোমাকে ; আছি অপেক্ষায় বহুকাল।
ব্যবিলনের শুন্যেদ্যান, আগ্রার তাজমহল;
সাক্ষী এ প্রেমের। অনাদিকালের শ্বাশ্বত অধিকারে-
তুমি বিশ্বাস করো আজও আমি প্রেমের জন্যে এসেছি সংসারে।