অনেক কাল আগে এইখানে আমি তারে ভালোবেসে ছিলাম,
বহু দিন ধরে নিহত হৃদয় নিয়ে বসে আছি হিজলের ছায়।
প্রতীক্ষায়;  যদিও রয়েছে জানা মৃতেরা চলে গেলে তবু আশে ফিরে,-
জীবিতরা এ জন্মেও আর ফেরে নাকো এই তল্লাটে কোনদিন।
কেন জানি প্রেমের বাসনা আর জ্বলে নাত এই দেহে-
নক্ষত্র রাতে যখন ঘুমায় জীবন, তারাদের সাথে পৃথিবীর কেহ
জেগে থাকি নির্ঘুম।
কি এক মোহ যেন বাস করে মানুষের মনে,
প্রেম করে ভুলে যায় পৃথিবীর কেহ তারে আজো মনে করে গোপনে।


এই রাত অনেক তারার সাথে ঘর করে, বিবাদে জড়ায়,
কেউ কেউ অভিমান বুকে আকাশের বুকে ঝরে যায়।
এক পৃথিবীর বুক ছেয়ে অনেক ঘাসের বন চৈত্রের ক্ষর তাপে
খাক হয়ে যায়,-
দারুন তৃষ্ণায়।
তবু সেই মায়া মৃগ অদৃশ্য থেকে করুন বেদনায়,
চিরকাল জীবিত সকল প্রেমিকেরে বারে বারে ডাক দিয়ে যায়।