ভোরের নরম আলোয় তোমার সাথে যদি আর একবার
হেটে যাই, অথবা না যাই; তবু আমি শিশিরের মত-
গালিচা বিছায় শুয়ে রবো তোমার যাওয়ার পথে বারবার।
যে চাঁদ আকাশের গায় নরম মাটির পরে কে তারে পায়,
জ্যোৎস্নার আশা নিয়ে ওইমাঠে ভেসে থাকি শীতের কুয়াশায়।
যদি আর দেখা না হয় কোনদিন, তবুও দিনান্তের শেষে,
হলুদ আলোয় প্রগাঢ় শুভ্র প্রতীক্ষায় রব সুর্যমুখীর মতো;
পৃথিবীর সব পথ হেটেছি আমি এক তরফা ভালোবেসে।


ভাঙাচোরা পথের শেষে,  ভগ্ন, জীর্ণ পুরাতন মন্দির দেউলে,
সে প্রদীপ শিখা আজো জ্বলে,   আকাশের তারায় তারায়,-
হাজার বছর থাকি এই এক নক্ষত্র তলে-    কদাচিৎ ভূলে
দেখা হয় যদি;  অথবা অদেখা থাকি চিরদিন অদৃশ্য মায়ায়।
ধবল সারসের মতো নরম কোমল প্রেয়সীরে চিরকাল ধরে
ডিমের কুসুমের মতো এই বুকে খুঁজে ফেরে নিত্য হাহাকারে।