একদিন নক্ষত্রের আলোর মতো নিভে যাবো;
চির অন্ধকার ছুয়ে যাবে সমস্ত চৈতন্য!
তবুও আমার প্রতীক্ষার নেই কোন অবসান,
নেই তোমার তরে আমার পিপাষার একমুঠো বিরাম।
জারুলের ফুল পড়ে থাকে অলস পথের পরে,
ক্লান্ত মধ্যাহের দুপুর ভারি হয়, তোমার আশায়-
মাঝ রাতে জোসনায় জোয়ারের ঢল নামে নদীর বুকে।
জেগে থাকি জেলেদের মতো মাছের নেশায় ডুবে।
ভরা নদী কী গভীর তল তার!
আমি যাই ডুবে বার বার!
সেই দিন প্রথম যেদিন উত্তাল নদির গভীরে-
নেমেছি,  পৃথিবীর এই আলো আর জল ভিজায়েছে আমারে!
তবু যেন তারে এক জন্ম ধরে রোজ আমি ভালো বাসিতেছি;-
রোজ যেন অনন্ত তৃষ্ণা ঘণ হয়;
আরো এক দূর্ণিবার স্বাধ সবুজ তৃণের মতো নেশা হয়ে রয়।


আমি ও রোজ হাটি অনন্ত প্রত্যশায় ;
নদীর কিনার ধরে, সেই নদীর গভিরে নামিবার তরে!


সন্ধ্যা হয়, বেহুলাও থেমে যায় ভেলা নিয়ে;
উজান স্রোতে তারও ক্লান্তি লাগে বুঝি?
আমারও হৃদয় খোজে সেই প্রেম: সেই সব দিন!
আহা! তোমার ভেতর আমি দেখেছি সেদিন;
এক নক্ষত্র সমান তৃষা! আর এক বুক ভালোবাসা।