একটা ফুল আর একটা মালা,
একটি বিরাট গল্পের অবকাশ, অসংখ্য স্মৃতির পটে;-
হারানোর অখণ্ড সময়।
যে গল্পের শুরু হয় স্বপ্নের মেঘে ভেসে,
শেষ তার বৃষ্টির সাথে ঝরে।
সন্ধ্যায় ঘরে ফেরা পাখিদের দিকে চেয়ে প্রতীক্ষা;
                                                ফিরে আসার।
শরতের মেঘ ভেসে যায় নিরুদ্দেশে,  দুর পাহাড়ের গায়;-
সবুজ অরণ্য ছেড়ে মরুর বুকে ঘর বেঁধে,
চাতক পাখির মত আকাশে চেয়ে চেয়ে;
তৃষ্ণা কী জুড়োয়?
সেই সব বনিকেরা ঘর ছাড়ে;   ঘরের আশায়-
যায় চলে সুদূরে,  দৃষ্টির ওপারে।
আশার মশাল নিয়ে নিরাশার আঁধারে কেউ তার করে অপেক্ষা।
দিন রাত রোদে পুঁড়ে   খেটে মরে যারা,   দেখেছি-
গামছার খুঁটে বেঁধে খাবারের দানা হাতে রয়েছে দাঁড়ায়ে নির্ভার,
কোন এক নারী।
অপার বিস্ময়ে  চেয়ে থাকি ফসলের মাঠে -
ঘর বেঁধে            নরম ধানের ডগা,
বুনো ইঁদুরের দল    নিয়ে যায় তারে।
শিমুল তুলার মত নরম হৃদয় নিয়ে আরক্ত ঠোঁটে
যদি কেউ অপেক্ষা করে দরজায়-        চৌকাঠে।


এক বুক প্রেম নিয়ে আমার ও তো ,-
ইচ্ছা জাগে ঘরে ফেরার,  ঘর বাঁধার।