যেন ঝড়ের রাতের মত,
বেদন ভরা কত;
এ রাতের হয়না অবসান,-
যেন কোন গভীর বেহাগ সুরে বাধা এর তান!
জ্যোস্না গেছে ঢেকে কোন আধার কালো মেঘে,
ক্ষণেক পরে পরে হটাৎ যেন জাগে।
প্রবল হাওয়ার তোড়ে,
যাচ্ছে সবই উড়ে;
একলা আমি দুহাত বাড়ায় রাখাবো কত ধরে?
যে জন ছিলো পাশে,
হৃদয় দিয়ে অতল বিশ্বাসে;
কোথা থেকে এক মাতাল বাতাস এসে,-
তারেও নিলো, ভাসিয়ে গেলো সকল সর্বনাশে।
যেদিক পানে ফিরি,
অন্ধকারে পাগল হয়ে ঘুরি;-
দিক দিশাহীন বিশাল আকাশ তলে,
বজ্র মেঘের ক্ষণেক আলো ফেলে;
হারিয়ে যাওয়া পথের রেখা যদি দেখা মেলে!