কেউ কেউ বেঁচে আছে জানি  মরে নাই তাই;
কারো কারো চামড়ার নিচে শরীর ও হৃদয় পচে গেছে,
সেই কবে;    তবু তারা বেঁচে আছে ।
দিন রাত ঘোরে ফেরে মানুষের মাঝে;
কথা কয়,-        বধির,  অন্ধের মতো -
চারপাশ অদেখা ও অজানা রাখে।
মরা নদীর মতো চিহ্ন নিয়ে বেঁচে আছে যারা,
তাদের কী হৃদয়ে প্রেমের বান আসে?
কেন তারা বেঁচে আছে     হয়ত করেনি সন্ধান;-
অথবা হৃদয়ে জাগেনি সেই তৃষ্ণা কোনদিন।
অন্যের দিকে চেয়ে কেটে যায় যাদের জীবন;
লোভের লোলুপ জিহবা অসুখী আত্মারে করে নিবারণ।


জানি আহা! বেঁচে থেকে যারা করেনিকো জীবনের খোঁজ;
যদি কোনদিন জেগে ওঠে মৃত্যুর পরে সেই পিয়াসা?
অনন্ত মৃত্যুর মাঝে শুয়ে থেকে,
হবে নাকি ক্লান্ত তাদের প্রাণ?
যারা মরে গেছে মরমে অথবা প্রাণে;
তাদের অস্থিহীন চোখ চেয়ে থাকে, দেহ বাঁচে ফর্মালিনে।