প্রমীলা তোমারে ভালোবেসে দেখেছি বিস্তর-
উল্টে পালটে এ হৃদয়ের ভেতর ;
ক্ষেদ আছে, ঘৃণা আছে,  আছে অভিমান বিরাট আকার,
আছে এক বুক প্রত্যাশার ভার।
আছে প্রেম, দ্রোহ;
আছে তোমারে পাওয়ার আকুতি, আছে বিরহ।
হয়ত মুখের চেয়ে মুখোশের ভার-
অধিক নেই আমার।
নয়ত নই আমি রঙের চেয়ে রঙিন -
আমি এক আনাদি, প্রাচীন,
অচল এইখানে তোমার কাছে জীর্ণ মন্দির সমান।
যে দুঃখ, যে অবহেলা নিদারুন,
গভীর বেদনার দিয়েছো যে প্রতিদান।
তাচ্ছিল্য, অনাদর, কুরে কুরে খেয়ে গেছে অন্তর
এবার প্রেমের স্বাদ বুঝি মিটেছে আমার!
প্রেম করে দেখিয়াছি কী কঠিন মানুষের মন,
কী পাষাণ হৃদয় বয়ে চলে এক এক জন!


প্রমীলা, তোমার মতন আর কারো খুজিনিকো আমি-
অথবা তোমার চেয়ে দামি।
আর কারে ভালোবেসে হইনিত সুখী,
শুধু এক তোমার ভেতর,
খুঁজে খুঁজে কেটেছে আমার এ জনম ভর।
তোমার দেহের মতো, আর কারো দেহ, খুজিনিত-
খুজিনিত অন্যকারো ঠোঁট, তোমার ঠোঁটের মতো!