শিমুলের পাপড়ির মত,
লাল ঠোঁট, আর যত;-
আহা সে সব নরম কোমল!
টলমল জল;
নামুক বন্যা, তোমার দেহের অতল।
কী ভরাট তোমার যৌবন;
অগাধ নেশা ধরা এক মৌবিন!
যখন ছুয়ে যাই,
মুহুর্তে বিবসা আমি; চৈতন্য হারাই।
ভিজে ওঠে ভোরের কুয়াশার মতো -
সকল দেহ; প্রণয়ে আর্ত
প্রাণ, জড়ায় ধরে স্বযত্ন বাহু পাশে,-
গ্রীবা শিক্ত হয় ঘন নিঃশ্বাসে!
গোলাপের মতো গোলাপি শরীর ;
আহ! সে কেমন প্রমত্ত, অস্থির।
অধরে অধর আকড়ে;-
তনুতে তনু, মিলুক সজোরে!
আলিঙ্গনে ভরে উঠি জবার মতন;
রক্তিম নেশায়, লাল হই আমরা দুজন।


প্রণয়ের রস ঝরুক অঝর,
ভরুক চিত্ত, ভরুক হৃদয় আমার!
কপালে আকা তীলক চুম্বন ধার-
চিহ্ন থাকুক অঙ্গে তোমার!
ব্যাথা পাও, ঘুম ভাঙুক গভীর রাতে ;
খুজো দেখ,  আমিও জেগে আছি সাথে।