যদি পাই তারে আমি মৃত্যুর পরে,
                                       অদেখা শরীরে
আবার হবো পাশাপাশি , বড়ো কাছাকাছি।
দেহের ঘ্রাণ পৌছাবেনা,    তবু জানি আছি
একান্তে তার পাশে; বহুকাল চেয়েছিনু যাকে;
না দিন না রাত্রি তারই মাঝে কোন এক লোকে।
যদি পাই মায়া নেত্রহীন সেই অপুর্ব নারী,
আসে যদি আরো কাছে যেন ছূঁতে পারি;
কোমল সে গ্রীবা রক্ত, চর্ম মাংসহীন কুৎসিত কারণ-
                      আজ আর পুরুষের করেনা চুম্বন।
আজ তার প্রেম কিছু আছে কিনা বাকি!
নস্বর শরীর রেখে অদ্ভুত প্রণয় এক প্রগাঢ় ফাঁকি-
জানত না সেকি?
যে কপট ছলনা নাকি ঘৃণা    দেখেছি তার
কোথায় রেখেছে সে সব অবহেলা আর
উপেক্ষা; শরীর কি বয় তার হৃৎপিন্ডের ভার?  
এত যে বঞ্চনা করে কি পেলো তার প্রেমের হৃদয়?
অসীম অনন্তলোকে পাশাপাশি তবু করি হায় হায়।