কইন্যা তুমি শোন, অনেক ডাগর হইছ জানি-
অই পাড়ার শংকরীর মা করতেছিলো কানাকানি,
ভেতরে হৃদয় তোমার হইছে সস্তা জানা ছিলোনা।
কইছিলাম এইখনে মনডারে সামলাইয়ে রাইখো,
গতরে যউবতী হইছো তয় কাজল ক্যানে মাখো?
বুকের আঁচলা খসাও বেশরমের মতো তুমি কইন্যা;-
বেগানা পুরুষ দেখে বুঝি ধাক্কা লাগে, বুকের পাঁজরে
তোমার হৃদয়? খিল দাও বেলাগাম পরানের সিংদারে।
শক্ত কইরে বাঁইধে রাইখো দুইখান আলতা পরা পা;
উত্তাল যোউবন গতরে তোমার আলতা-দুধে লেপা।


ভরা সইন্ধ্যায় নদীর পাড়ে আসেকি তোমার কেস্টা?
পিরিতি মোহে পইড়ে পুরুষেরা করেনিকি সেই চেস্টা?
আমিও জোয়ান পুরুষ পুরুস্টু বাহু , তোমার অন্তরে-
প্রেমের বসতি বানায় থাকবারে চাই জন্ম জন্মান্তরে।