সব কিছু যখন নশ্বর, দেহের সাদ উবে গেলে,
প্রেয়সীর চাঁদমুখ চাপা পড়ে    ধুলার আবর্তে।
যখন সে বেঁচে ছিল, এই দেহ বিকিয়ে প্রেমের দামে-
আরো এক বুক দুঃখের নিরাশা   খুঁজেছিল ভুলে।
সভ্যতার নগ্নতা খুঁড়ে পাই সেই পুরাতন রুপসীরে,
যার উষ্ণ আর্দ্র ঠোঁট রক্ত মাংস হীন বিমূঢ় চিৎকারে;
নালিশ জানায় গেছে অন্ধকারে নিঃশব্দে চুপিসারে-
যাদের যৌবন ক্ষয়ে গেছে চার দেয়ালে অন্ধকারে,
চেংগিস, আসিরিয় অথবা মুঘল হারেমে;-
বেদনার দারুন করুন সাক্ষী হয়ে মরমে,-
পাথর কঠিন দেয়াল পৃথিবীর জঠরে গিয়েছে লুকায়।


সোনালী চামড়ার নিচে এক রুপসীর হৃদয় আজো প্রেমহীন,
প্রমত্ত পুরুষেরা যার করেনা সন্ধান অথবা হয়না প্রয়োজন।
ষোড়সীর শরীর নিংড়ে নিয়ে যার করি আসা,
প্রপঞ্চ কুহক ছলনা মায়া- কয় তারে ' প্রেম- ভালোবাসা'!