কোন একদিন প্রেয়সীর আঁচল ছেড়ে চলে যাবো-
যেখানে আর যায়নিকো কেহ;        কারে কবো!
বড় অবহেলা এই জনপদে হৃদয়হীন মানুষের ভীড়ে:-
তাও ভালো নিশ্চুপ থাকি যদি অচেনা জগতে অন্ধকারে।
করূণার কাঙাল হয়ে ঘোরে চারপাশে পাষাণ মানুষেরা,
প্রেমের আলিঙ্গন মেগে হৃদয় মুচড়ে ব্যাথা নিয়ে ফেরা।
অনেক দেখেছি আমি এইসব প্রানহীন তামাশার খেলা,-
পরাণের গহীন গিয়েছে ভরে বেদনার ভারে এই বেলা।


যদি যাই চলে পৃথিবীর পথ ধরে এক বুক অভিমানে,-
ঘৃণা নয়, করূণা নয়;  নয় কোন ব্যাথিত অপমানে।
ক্লান্ত হৃদয় নিয়ে খুঁজে নেবো সুশীতল বটের ছায়া,
ঝরাপাতা পাক খায় দমকা হাওয়ায়;- একরাশ মায়া,
সেইখানে রাত নেমে এলে জোনাকির আলো ওঠে জ্বলে-
মুহুর্তে পৃথীবীর সব দুঃখ, কামনার ভার আমি থাকি ভুলে।