আমিও তোমায় ভালবেসেছি বুঝেছি এবার,
তোমার প্রতীক্ষায় আমারও হৃদয় ক্ষরণ হয়!
আমার ভেতর বাহির চঞ্চল স্রোতের মত উতল হয়;
মনে হয়, শুকিয়ে যাওয়া এ মরুর উদ্যানে তোমারে, -
সহসা আবার জাপ্টায় ধরি কোন একদিন হটাৎ আবার!
যেদিন তোমার চোখ,  প্রথম বিধেছিলো সজোরে আমার বুকে;
কাউকে বলিনি, বলা যায় না কখনো;
কেমন তর পুড়েছিলাম আমি!
তোমার নদিতে স্নান সেরে আমি অদ্ভূত মরে ছিলাম সেদিন!
তোমার ঊষ্ণ লাল ঠোঁটে যেন;
পৃথিবীর সব প্রজাপতি জড় হয়!
শিমুলের লালের মত কী এক গভীর নেশা হয়ে তুমি;-
রোজ যেন সে মৃত্যুরে করে আমন্ত্রণ!


কামনার বহ্নিশিখা যদি প্রেম হয়!
তোমারে ছুয়ে যাওয়ার শখ জাগে রোজ মনের ভেতর-
খোলা চুলের ভেতর মুখ ঢেকে আঘ্রাণ পাই যদি তোমার!
তবে কেন পুড়ে মরিবার আগে আসোনা আবার।
একদিন হটাৎ সেই প্রথম দিনের মত; প্রথম বারের মতো।