এই মেয়ে তুমি আমার স্বপ্ন হবে?
গভীর রাতে ঝিলের ধারে হাঁটতে যাবে ?
জোসনা মেখে খিলখিলিয়ে
              লুটিয়ে যাবে আমার গায়ে।
হংসী হবে?       পদ্ম ভরা দিঘী জলে?
শীতল জলে রইবো ভেসে সকল ফেলে-
জীবন থেকে অনেক দুরে পালিয়ে রবো-
    মনের সুখে,  স্বাদ মিটিয়ে কথা কবো?


এই মেয়ে -
হবে তুমি     আমার জীবন তরীর মাঝি ?
আকাশ জুড়ে যতই থাকুক মেঘের আনাগোনা
         নদীর বুকে যতই উঠুক ঢেউয়ের ফনা
তোমার সাথে উতল স্রোতে  ভাসতে আমি রাজি।


মেয়ে তুমি  লাল পলাশের ফাগুন হবে?
অস্ত রবির সন্ধ্যা রাগে রাঙিয়ে নেবে।
যখন তখন হারিয়ে যাবো অচিন দেশে
ইচ্ছে হলেই মেঘের ভেলায় চলবো ভেসে।


শোনো মেয়ে
বর্ষা হলে কলার পাতায় ঢেঁকে হাটঁবে পাশাপাশি?
শ্রাবন ধারা যতই ঝরুক আকাশ ভরে ভরে,
কালো মেঘের দল   যতই ডাকুক সকাতরে;
প্রেমের জোয়ারে  দোহে হবো গৃহহারা বানভাসি।


দেখ মেয়ে,
তোমার চোখের কাজল হবার ইচ্ছে আমার আছে।
ইচ্ছে আছে নূপুর হবার     সকাল দুপুর সাঁঝে,
ঈষৎ হাসির পুলক হবো ফোলা ঠোঁটের মাঝে;
তোমার সাথে কি এক মায়ায় জীবন আমার -
                                       বাঁধা পড়ে গেছে।