এই প্রেমের ধারাতে ভিজাবো তোমারে,
শ্রাবণ ধারার মতো পড়বো ঝরে ঝরে।
আকাশ যেমন ঘন কালো মেঘে ছাওয়া-
তোমার খোলা চুলে লাগলে সে হাওয়া!
তোমার নদীর বুকে এলো বুঝি জোয়ার?
আমার নৌকোখানি লাগিয়ে পালের ভার!
মাতাল ঘোড়ার মতো ছুটবে এপার ওপার!
এমন দিনে প্রিয় তোমার আলতা রাঙা পায়;
জড়িয়ে রাখি বুকে যেন হৃদয় ছুয়ে যায়!
যত্ন করে বেধে দেবো বেনী বুকের মাঝে নিয়ে,
ভরিয়ে দেবো কপালখানা হাজার চুমো দিয়ে।
তোমার কালো চোখের মানে,
বনের কালো কোকিল জানে।
ডুবলে তোমার মাঝে আমি কোথায় হারাই কে জানে,
এলে তুমি এ বুকে, হাজার কথা ফোটে আমার মনে!