এখনও আমি খুজে মরি সেই হারানো প্রেয়সীরে ,-
না প্রেম না ভালোবাসা এ দুয়ের কোনটায় বাধি নাই যারে;
কোনদিন।
যদিও পৃথিবীর পরে তার পেয়েছি সন্ধান;-
এখনো আমার চোখ   সহস্র রমণির ভীড়ে খোঁজে ফেরে,
এক স্মিত হাসির চিরচেনা মানুষেরে!


ক্ষতি নেই    পাই তারে যদি এক লক্ষ বছর পরে।
যখন মিলেছে খোঁজ এই চরাচরে!
হয়ত কারো মুখের আদলে ঢাকা পড়ে আছে,
নয়ত সে এইখানে  কোলাহল ছেড়ে বহু দূরে চলে গেছে;-
হৃদয়ের অন্তরালে সংগোপনে চাপা থাকা এক জীবন্ত প্রণয়।


বিশাল আকাশ নিচে পৃথিবীরে যদি ভুলে থাকি কিছুক্ষণ,
জানো শ্যামা  অনন্ত জন্ম আগে তোমাতেই করেছি সমর্পণ।
একবুক আশা রেখে অথবা নিরাশার বিষম পাষাণ ভার,-
চিরমুক্ত করে, শুধু একবার স্থান চাই তোমার বুকের ভেতর।