সত্যে বিপথে গেলে থেকে যায় দুষ্টরা;
অর্ধসত্য মিথ্যে আর হিংসুটে সহদরা।
মুখে কী মিস্টতা, যেন চিনির অধিক;-
অন্তরে কুচক্রী যে শতবার ধিক ধিক।
লবনে তরল পেলে, মিশে যায় স্বত্তর-
অসৎ স্বভাবে যে ফুটে অঠে বারবার।