অনেক কাল আগে  এই বসুধায়,-
প্রেমের নহর বইয়ে যে হৃদয় গিয়েছে শুকায়;
এই তটের সুবিশাল বালুচর এখন শুধুই বিরান!
তিলোত্তমার মতো ছল করে, যারা আমার অমৃত,
নিয়ে যায় ভেকধারী দেবতার কাছে; সেই অচ্ছূৎ-
কৃপাহীন  পাষন্ডরে করেনি ক্ষমা আমার কৃপাণ।


রুপসীর রুপের হলাহলে,
প্রেমের বিহ্বব্বলতায় ঘুণ ধরেনিত হৃদয়ের বলে।
মোহের দৃষ্টি নিভে গেছে, সেইখানে ক্রোধের আগুন
প্রনয়ের দাসত্ত্ব ছেড়ে দাহ করে খান্ডববন ।


সেই সব নরনারী যারা বাসকরে কীটের মতন;-
যাদের অস্থি মজ্জায় জমে আছে আগাধ হীনতা,
জেনে রেখো অনন্ত ব্রক্ষান্ডভেদী সে বজ্রের বারতা
চামুন্ডার মতো ফিরে এসে আমি     করে যাবো-
                                   রক্তবীজের নিধন।