চিত্রা তুমি যদি আমায় ছুয়ে যাও,
আমি শারদ মেঘ হয়েও ঝরে যাবো।
চিত্রা তোমার স্পর্শ পেলে,-
আমি গঙ্গার মতো, সিন্ধুর মতো হিমালয় ফেলে-
ছুটে আসবো অবিরাম।
চিত্রা তুমি হংসী হবে ওই বিশাল দীঘির বুকে?
যেখান থেকে শুরু হয়েছিলো আমাদের গভীর প্রণয়!
তারপর, হংস হয়ে সারাদিন পাশ ঘেসে রয়ে যাবো।
চুরি করে তোমায় ছুয়ে যাওয়া, আগলে রাখা;
মনে হয় সময়টা থেমে যাক না অন্তত কিছু কাল!
তোমায় কথা দিয়ে রাখতে না পারা,
সে শুধুই আমার ব্যার্থতা?
চিত্রা তুমি আমার এক মুঠো প্রেমের সার্থকতা।
চিত্রা তুমি আমার কাছে এক 'বৃষ্টিকন্যে'-
ইচ্ছে করে সারাদিন তোমাতে ভিজি;-
তারপর একগুচ্ছ বুনো ফুলো কুড়িয়ে এনে,
গুজে দিই তোমার কানে।
চিত্রা তোমার কাজল টানা চোখ যেন গভীর অরণ্য, -
সেই কবে থেকে পথ হারিয়ে আজ আমি বনবাসি।
সংসার ছেড়ে মাঝে মাঝে ইচ্ছে করে,
তোমারে নিয়ে মেঘের উপরে বসে -
উড়াল দেই অচিন দেশে।
স্বপ্নের মতো একদেশে ঘর বাধি দুইটা মানুষ।
চিত্রা তুমি যদি আমারে ছুয়ে যাও;-
আমি সাগরে মিশে যাবো হাজার বছরের বরফ গলে।
চিত্রা তোমার ছোয়া পেলে ওই রুক্ষ সাহারায়,
আমি বৃষ্টির ফোটা হয়ে ঝরে যাবো।
চিত্রা তোমারে না পেলে আমি অপেক্ষা হয়ে রয়ে যাবো,
পৃথিবীর পরে সমস্ত প্রেমিকের মনে।