ভালো আছি শ্যামা, এখন আর বিদ্রোহ নেই হৃদয়;
শান্ত দগ্ধ ছাইয়ের স্তুপ নিভে আছে অনেককাল হয়।
তোমারে পাবার আকাঙখা নেই বহুদিন,
আমার অনেক কবিতা তোমার উজান ভাটির টান;-
মরা নদী,  সেও বিলীন হয়েছে শূন্য বালির তলে,
তোমার ছায়া পড়েনা এখন এই সন্ধ্যায় দীঘির জলে।
যে পদ্মনাভ মন্দিরের গুপ্ত গৃহ তোমার হৃদয়,-
বন্ধ হয়ে আছে; কী অসীম কুতুহল গিয়েছে জাগায়।
প্রেমের অর্থ বুঝে কেটে গেলো পৃথিবীর অর্ধেক জীবন;
ভালো আছি তবু শ্যামা অস্টবক্র ঋষির মতন।


আবার যদি ফিরে আসি তোমার খঞ্জনা চোখ চেয়ে,
খনেক আশ্রয় পাই যদি প্রেমের বাসনাহীন তোমার গৃহে,-
তবু বুঝি জাগিবেনা বেদনায় শুয়ে থাকা প্রেমিক হৃদয়;-
ভালো আছি শ্যামা;  প্রেমহীন, বিদ্রোহহীন এইত বিস্ময়।