আমি রোজ তোমায় নতুন করে অনুভব করি,
রোজ তোমায় ভালোবাসি।
রোজ তোমার নাম খানা আপন মনে গুনগুনিয়ে গাই,
কেমন জানি লাগে!  
যখন আমি একলা থাকি,
জোরে জোরে তোমার নাম চিল্লায়ে বলি;
তোমার গায়ের গন্ধ মনে করে পুলক পাই।
কত শত খুনসুটি ভাবতে ভাবতে আপন মনে হাসি,
ভালোবাসলে বুঝি মানুষ এমন হয়?
সময় যেন থমকে যায় তোমাকে পেলে!
রোজ রাতে ঘুম ভাঙে,
আকাশের চাঁদ দেখি, আসলে তোমায় দেখি!
কেন তোমায় পাওয়ার তৃষা অগাধ বেড়ে যায়?
কেনো এত অসীম পিয়াশা ঘেরে তোমারে পেলে;
কেন এত স্বাদ জাগে জারুলের ফুলে?
নদীর গভীর যেন হৃদয়ের পাড় ভাঙে!


যদি একা লাগে আকাশের চাঁদের পানে চায়ে থেকো,
তোমার নিসঙ্গতায় জোসনা হয়ে পাশে রবো।
তুমি একা নও, তোমার গায়ের ঘ্রাণ হয়ে;
খোলা চুল হয়ে; তোমার বুকের কাছে প্রত্যহ,
আমারে পাবে তুমি সর্বক্ষণ।