সত্যি যদি আর না থাকি আমি এই নক্ষত্রের নিচে?
না হাটি যদি তোমাদের চেনা পথে পাড়ার গলিতে?
অনন্ত ব্রহ্মান্ডের বিপুল বিস্তারে কোথায় রব আমি?
সেই দিন?
যখন রবনা আমি বিপুল পৃথিবীর পরে?
সবুজ দেহ রেখে যাই যদি খাচার বাইরে!
কেউ কি রবে মুখখানি গুজে কোমল পালকের ভেতর?
যে বিষন্ন জীবন ক্লান্ত হয়,
যে মৃত্যু নরম ঘুমের মতো এই শরীরের পরে;
কোমল শিমুলের তুলার মতো ভর করে!
এক যুগ অপেক্ষায় থেকে থেকে ক্ষয়ে যাওয়া প্রেম,
খুজে মরি মৃত সেই মানবীর মনে;-
একদিন নদীর মতো উচ্ছ্বল স্রোত ছিল হৃদয়ে যার-
তারপর মরে গেছে হটাৎ আসা এক বানের জোয়ারে!


সব প্রেম বুঝি একা করে যায়?
হয়ত একসাথে কাটাবার অভ্যাস টুকু আরো কিছুকাল,
সময়ের সাথে জীবনের সাথে যাবে রয়ে।
মনে পড়িবে হটাৎ  অবসরে এক দীর্ঘশ্বাসে,
যখন চাঁদ আলো দেবে পৃথিবীর পরে তারে ভালোবেসে।