তোর বাপটা ছিলো খুবি ভালো,
তুই তো চাপাবাজ,
তোর কারনে সবি গেলো,
কস্ট বারোমাস।
দিলি আইক্কা আলা বাঁশ,
বল, আর কিরে তুই চাস?


তোর কারনেই মনে আমার,
শান্তি মিলেনা,
ঘরের ফ্যানেও রাগ করেছে,
আর তো ঘুরেনা।
বাজারেতে ধরছে আগুন,
চৈত্রকালে দেখাস ফাগুন।
বলতে গেলে দিসরে বাধা,
হইছি জিন্দা লাশ…


তেল মারা সব শালা শালী
পাশে পাবিরে,
উচিৎ কথা বলে যারা
তারাই খারাপরে।
বলতি যদি ভাত খাবোনা,
তোর কাছেতে আর যাবোনা।
পাল্টে যেত সবার মুখে
আমার ইতিহাস।


ভালোবেসে আসন দিছি,
রাখতে পারিস না,
থাকতে সময় এখনো তুই,
এমন করিস না।
তোর কারনে কষ্ট বাড়ে,
মনটা নিরব মিছিল করে,
আয়োজনের সমাবেশে
চাইনা সর্বনাশ।