কলিজাতে আগুন দিয়া,
হইলিরে তুই পর,
পুড়ে পুড়ে ছাই হহিলো,
আমার এই অন্তর।
মায়া নাইরে তোর ভিতরে,
আছে লোভের আশা,
লোভীমনা বুঝলিনা তুই,
আমার ভালোবাসা।
কালনাগিনী বুঝলিনা তুই,
আমার ভালোবাসা।


জানিরে তুই পরের ঘরে,
এই জীবনে ফিরবি নারে।
কেনো তবে বলে ছিলি
আমায় ছেড়ে যাবি নারে।
স্মৃতির পাতায় পিনিক মারে,
মায়াবী তোর নেশা।


ধুকে ধুকে মরে আমি,
তোর কারনে বিপদগামী,
সব ছাড়িলাম তবু কেনো,
হইলো আমার বদনামি।
তোর সুখেরি বলি আমি
হইলো সর্বনাশা।