আমি তোমাকে দেখেছি ঘণ বর্ষায় ভেজা
নীড় হারা সেই কাকের মাঝে।
আমি দেখেছি তোমায় নিরবে কত সয়ে যেতে
শত ঝর বাদল, বট বৃক্ষ সাজে।
আরো দেখেছি তোমায় ঐ দূর আকাশে
মেঘের আরালে যুদ্ধ করতে সূর্য হয়ে।
দেখেছি আরো তোমায় আমি
উত্তাল ঢেউয়ের সাথে নাবিক হয়ে লড়তে।
দেখেছি তোমায় ঐ পঙ্গু ছেলের প্রতি পরতে।
তোমায় পেয়েছি দরিদ্র বাবার ঈদের বাজারে।
দেখেছি কত বিচরণ তোমার, ঐ বেকার যুবকের হৃদয়পটে।
আরো দেখেছি ছলছল চোখে হাসতে থাকা
সেই পাড়ার মেয়ের ললাটে।
দেখেছি কত নাইটক্লাবে থাকতে মাতাল হয়ে।
আরো খুজেঁছি পাইনি হেথায় যেথায় সুখের বাস
তুমি থাকো  যেথায় শুধু দুঃখেরই আবাস।