গদ্যছন্দ  


চলো যুদ্ধে যাই,
যে যুদ্ধে হাতি-ঘোড়া-খঞ্জন নাই।
সচেতনতা ইকটু বেশি ই দরকার তাই,
হোক স্বাধীনতার শতাব্দীমাঝে এটাই শপথ ভাই।


৭১ আর ২০ যে একই, মা মুক্তির লড়াই
তখন ছিল জন্মভূমি,
এখন হলো জন্মদাত্রী তফাত শুধু এটাই।
চলো আবার যুদ্ধে যাই।


কামান বারুদ নাইবা চলে
থাকতে হবে চালের তলে
প্রাণ দিলে বাঁচবে মা
সে কথা আজ চলবে না।


পরিচ্ছন্নতায় ঈশ্বর খুশি
করতে হবে তা ই যে বেশি
নিজে বাঁচব, বাঁচবে দেশ,
কোনো মাকে ই আর হারাবো না।


এই যুদ্ধে রাজাকার তারা
কৃতিম সংকট বানায় যারা।
রাজাকারবধ করতে হবে
তবেই না দেশ স্বাধীন হবে।


দেশদ্রোহী হলো তারা
রাষ্ট্রের হুকুম ভাঙ্গে যারা।
দেশদ্রোহী নিপাত যাক
মিলিয়ে বলি কাঁধে কাঁধ।