//এসো বৈশাখ//


তপ্ত বাতাস দুলছে লতা
ফুলছে জলের ঢেউ
ফুটছে বকুল সবুজ পাতা
ঐ ডাকছে কেউ।
নব কলেবরে নতুনত্বে
চলে আসে বৈশাখ
মুদ্রিত স্মৃতিমাঝে
নতুন পোশাক।
তপ্ত ঋতুতে আসে আম
আর আসে পার্বন
দিলখোলা বাঙালির
ভরে ওঠে মন।
অতিক্রান্ত সময় আর
নিস্তেজ প্রান
গরমে হাঁসফাঁস সবে
স্তব্দ জনারণ।
আম জাম কাঁঠালেই
মজে সবে খুশি
চোখের মুখে হর্ষ
হৃদয়েতে হাসি।
এসেছে নতুন বছর
কেটেছে কেমন আগে?
গড়বে নতুন মধুর স্মৃতি
আনন্দ আবেগে।
যেওনা ভুলে স্মৃতিগুলি
রেখো সবাই মনে
আসুক মনে যতখুশি
সবার জীবনে।
নতুন বছর কাটবে ভালো
এইতো সবার ইচ্ছা
নববর্ষের আগমনে
জানাই শুভেচ্ছা।


//সমাপ্ত//