আজ বৃষ্টি ঝরে


আজ পূর্ব আকাশে কালো মেঘের চলন।
অঝোরে নামবে বৃষ্টি,  ঝরবে কিছুক্ষণ।
জানালার পাশে কালো তারে ভিজে জোড়া কাক!
দুঃখ ভেজায় বৃষ্টির জলে ঝলমলে দু'চোখ।


গড়িয়ে পড়ছে বিকেল, চলছে বৃষ্টি।
অভিমানে এখনো একা!
ভেঙে দাও সব অভিযোগ, এই স্নিগ্ধ বাতাসে।


তুমি কি জানো?
শহরটা আজ পবিত্র-
তোমার অপেক্ষায় এখনো বৃষ্টি ঝরে।
চল পা ভেজাই-রাস্তায় জমাট বাঁধ জলে।
হাঁটি কয়েক পা তোমার হাতটি ধরে।


এখনো কি অভিমানে ভেজাও দু চোখ?
দীর্ঘ নিঃশ্বাসে এখনো কি অভিযোগ?
প্রশ্ন গুলো কি এখনো উত্তর খুঁজে!
হারানো সে ক্ষন।


ক্ষত হৃদয়ে ব্যথা বাড়ে- তোমার শূন্যতায়।
পূর্ণতা পেতে চাইছে মন, শুধু তোমার অপেক্ষায়।
আজ বৃষ্টি ঝরে।


চেয়ে দেখ কদম ফুলে , তাজা হাসি তার প্রাণে।
লুকিয়ে রেখনা অভিযোগ ভিজিয়ে দাও বৃষ্টির জলে।
থমথমে ডাকছে আকাশ,
দেখ করছে অভিযোগ।
আকাশ ডেকে বলছে প্রিয়- আজ বৃষ্টি ঝরে।