গঙ্গার জলে বাধিব বাঁধ।
দেহ জোড়া ভেজাবো  স্নানে,আপন মনে।
কলঙ্ক লাগিবে গায়ে-
তাতে কি আপন যাইবে সরে।
অঙ্গ তোমার মন্দ না -
গঙ্গার জলে প্রাণ জোড়ায় না।


তব দেখিব তোমায়-সন্ধ্যা রাতে।
অন্ধ আলয়ে আত্ম প্রণয়ে।
সাধন কি আর স্বাদ জাগায়,
ভেবে না প্রাণ কূল হারায়।


শতাব্দী নয় শত বছর চাই-
প্রাপ্তির মাঝে তোমার প্রান।
আশ্রয়ীকা রূপে গঙ্গা -
মঙ্গলে তোমার স্বর্গে সুখ।