হাজারো স্বপ্ন ছিল পথচলা শহরে।
নির্ঘুম চোখ দিশেহারা,
অচেনা শহরে আমি একা,
খুঁজে ফেরা কর্ম সংস্থান-
হেঁটে চলা বহুদূর।


দোষ র চোখে রঙিন আশা।
দিন শেষে আর ঘরে ফেরা হয়না।
ঠিকানা রাত জাগা তারাদের সাথে।
কল্পনার আকাশে যেন পুরো শহর টাই আমার-
চাইলে নিজের ইচ্ছে সব কারা যায়।
কিন্তু পারিনা, মনে সংকোচ।


এই সহর আমাকে চিনে না!
হিসেবের পাতা শূন্য।
ক্লান্ত দু চোখ, ক্লান্ত আমি।
দিনশেষে স্বপ্নগুলো মিশে যায়।
রাতের কালো আঁধারে।