তোমার দুয়ারে আমি এসেছি,
হাতে একগুচ্ছ বেলি ফুল।
তারা নিতান্ত সুবাস চড়াচ্ছে-
তোমাকে ভালোবাসি বলে।
পূর্ণিমা আলো ছড়ায়, তোমার চাঁদ মাখা মুখে।
তোমায় দেখে চাঁদের ও হিংসে হয়।
তাঁরারাও কান কথা বলে- তোমার হাসি দেখে।


তোমার কাজল চোখের চাহনিতে,
আমর বুকে কাঁপন ধরে।
নিঃশব্দে যেন নিঃশেষ করে দিলে।
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম!
এটাই কি ভালোবাসা?
এই রাতের চাঁদ তারা সাক্ষী।
ভালোবাসি তোমার হৃদয় হরণ কারা চাহনি।


বেলি ফুল সুভাষ ছড়াচ্ছে!
ফুল গুলো এখনো আমার হাতে।
তোমার রূপে অবচেতন মন ভুলেই গেল সব।
সরি প্রিয়...


তুমি এক অপরূপ সুন্দরী!
আমর অহংকার তুমি!
ভালোবাসি তোমায় প্রিয়।