হৃদয়ে লালিত গোপন ভালবাসা,
চোখের নোনাজল বিসর্জন দিলাম।
মিথ্যা প্রতিশ্রুতি আর আবেগে-
আমি কি মগ্নতায় অন্ধ হয়ে আছি?


সে সুযোগটাই তুমি কাজে লাগালে।
আমাকে নিঃষ হাতে ফিরিয়ে দিলে।
এতটা অবাক হলাম না!
তোমার বদলে যাওয়া দেখে।
এটা তো প্রায় দেখি-
চলমান গতির প্রতিক্রিয়া।


দেখ-
আকাশে ক্রমাগত মেঘ জমা হচ্ছে।
কতো না অভিযোগ আর অভিমান -
অভিমানের জল বৃষ্টি হয়ে ঝরে।
তুমি তো ভাবো এটা বৃষ্টি।


বুকে চাপা কষ্ট নিয়ে কত হাহাকার,
চিৎকার করে তোমায় ডাকে।
তুমি ভাবো মেঘের ডাক।


একটু সুখের আবাস পেলে -
কতই না ভালোবাসে তোমায়।
তোমাকে খুশি রাখতে মেঘ সরিয়ে -
বুকে রংধনু জোড়ায়।
তোমাকে খুশি রাখতে মেঘ সরিয়ে
রূপালী সন্ধ্যা দেখায়।