ঘুরে দাঁড়াও


ঘুরে দাঁড়াও প্রীয়তমা
ধরলে কেহ চুলের খোপা
ভেবে তোমায় অবলা।
ঘুরে দাঁড়াও কৃষক বৃন্ধ
যদি না হয় ধার্য্য
তোমার ফসলের জন্য
উৎপাদন ব্যায়ের অধিক মুল্য।
ঘুরে দাঁড়াও শ্রমিক বৃন্ধ
খাটুনির পরেও ঘন্টা আষ্ট
না পাও যদি অন্ন-বস্র
শীক্ষা, চিকিৎসা ও গৃহ।
ঘুরে দাঁড়াও ছাত্র সমাজ
ভেঙ্গে দিয়ে সুষ্ঠ জামাত
গড়তে চাইলে অসৎ সমাজ।
ঘুরে দাঁড়াও যুব সমাজ
করতে হলে অবৈধ কাজ।
ঘুরে দাঁড়াও বেকার সমাজ
প্রশাসনকে দিতে প্রেশার
বৃদ্ধি করতে কর্মসংস্থান।
ঘুরে দাঁড়াও আপামর জনতা
কর্মে আনতে বৈধতা
না ভেবে তার মর্যাদা।
=================