রাজা


কার রাজ্যে রাজা হলি
কি তাঁর পরিচয়,
না জেনে তাঁর খবরখানি
ভাবিস নিজের জয়।
আসল মালিক চিনতি যদি
থাকত মনে ভয়,
বলতি নারে গর্ব করি
করছি রাজ্য জয়।
বাধতিনে ঘড় ঘটা করি
বুঝতি যদি, হবেই তা ক্ষয়।
করতিনারে ছলচাতুরি
করতে ঘরের শোভা বৃদ্ধি
যেমন মনে লয়।
যাঁর হুকুমে জীবন পেলি
যাঁর রাজ্যে রাজা হলি,
যাঁর ডাকেতে  চলেও যাবি
যানতি যদি তাঁরই পরিচয়।
করতিনে তুই রাজা বলি
মনে যাহা লয়।
যানলে  কে তোর জগৎস্বিমী
বলতি যে শির নত করি
রাজ্য আমার নয়।
সাজা হবে জানতি যদি
করতিনারে হুকুম জারী
সত্যকে তুই করতে পরাজয়।
সে হল যে জগৎ স্বামী
যাঁর ডাকে তুই চলে যাবি
ছেরে জগৎময়।
তিনিই রাজা, রাজ্য তাঁরই
তোর কিছুই নয়।
তুই আসলে বোকা খুবই
শোষন, জুলুম করিস তাই
পর রাজ্যে বসত করি।
ন্যায়- অন্যায় যাসরে ভুলি
ক্ষনিক সময় পেতে শুধুই
রাজার পরিচয়।
==============