১১
সোনার বাংলায় সোনা ফলে
যথেষ্ঠ নয় কিন্তু তা যে
জনসংখ্যার অনুপাতে।
চলবে না যে জীবন তাতে
জমাজমি যাহা আছে
মাথা পিছু ভাগ বন্টনে।
ভিন্ন উপায় খুজতে হবে
এখন হতে।
বিনিয়োগ করে শিল্প খাতে
অর্থ করি আনতে হবে
বিদেশ হতে।
উৎপাদনের মান বারাতে
মনযোগী হতে হবে
শ্রমজীবি মানুষ জনকে।
=====================
১২
পুজিপতি দেখ চেয়ে
নষ্ট করি সময় বসে
কাজ না পেয়ে মেশিন ঘড়ে।
শক্তি আছে বুদ্ধি আছে
সময় কাটাই তবুও বসে
অনাহারে অর্ধাহারে
উপার্জনের সূযোগ নাই যে।
লাভ কি পুজি আটকে রেখে?
খাটাও যদি উৎপাদনে
কর্মসংস্থান বাড়বে দেশে
বাড়বে পুজি দিনে দিনে।
তোমার দেয়া শুল্ক পেয়ে
শ্বদেশটিও এগিয়ে যাবে।
যদি
ফলাই সোনা কাজের মাঝে।
=================