১৩
শ্রমিক তুমি পুতুল বানাও
জাহাজ বানাও ডকে।
চিনা মাটির বাসন বানাও
আগুনেতে পুড়ে।
টেক্সটাইলেতে কাপড় বানাও
সুতা নিয়ে খেলে।
নকশীকাথা কভু বানাও
বসে নিজের ঘড়ে।
যে যাই বানাও
স্বপ্ন একই
আনবে টাকা ঘড়ে।
বেচার বেলায় দেখতে যে পাও
সেটাই বেশি চলে ,
খদ্দের যেটা বলে ভাল  
মানটি যাচাই করে।
যে যাই বানাও
নিষেধ নাহি,
আনতে টাকা ঘড়ে।
মান যদি তার কর ভাল
থাকবে না যে পরে।
=================
১৪
লেখা পড়া করার শেষে
কর্মী হতে কাজে লাগে।
কাজে লেগেই পারে না সে
কল চালাতে নিজে নিজে,
যেমন প্রয়োজন তেমন ভাবে।
অর্থনৈতিক উন্নয়নে
অভীজ্ঞদের দায়ীত্ব যে,
কাজ শিখানো স্বজতনে
ন্তুন কেহ লাগলে কাজে।
তা না হলে কেমন করে
ফলবে সোনা উৎপাদনে ?
নতুন যারা লাগবে কাজে
তাদের হাতের মেশিন হতে?
=================