বাচবে সন্তান কেমন করে


যে দেশেতে খাদ্য দ্রব্যে
ফরমালিন দেয় অধিক হারে।
যে দেশেরই চালের কলে
মোটা কেটে চিকন করে
অধিক দামে বিক্রি করতে।
যে দেশেরই রেষ্টূরেন্টে
মরা মুরগিও বিক্রি করে
শুধু মাত্র টাকার লোভে।
বলনা মা তুই সে দেশেতে
বাচবে সন্তান কেমন করে?
কারবারিরা যে দেশেতে
গুরা মসলা তৈরী করে
ইটের গুরায় রং মিশিয়ে।
সয়াবিনও বানায় বসে
হরেক রকম ক্যামিক্যালে।
সে দেশে মা জন্ম দিলে সন্তানেরে
বাঁচবে সন্তান কেমন করে?
ডাক্তারেরা যে দেশেতে
কষাই সাজে টাকার লোভে,
নিম্ন মানের অষুধ লিখে
মাসের শেষে বোনাস পেতে।
মাগো, জন্ম দিলে
সে দেশে তোর সন্তানেরে
বাচবে সন্তান কেমন করে?
বারতি টাকা আয়ের লোভে
শিক্ষকেরা যে দেশেতে,
শিক্ষা দিতে ভালবাসে
স্কুল ছেরে বাসায় বসে।
যে দেশেরই ভার্সিটীতে
ছাত্র মরে,
প্রতিপক্ষের আক্রমনে।
সে দেশেতে জন্ম দিলে সন্তানেরে
মানুষ হবে কেমন করে?
প্রশাসনও যে দেশেতে
মদদ যোগায় খারাপ কাজে,
অর্থলোভী হওয়ার ফলে।
মা তোর সন্তানেরা সে দেশেতে
বাঁচবে বলনা কেমন করে?
তাইতরে মা বাধতে হবে
আচঁলখানি কোমরেতে,
সন্তানেরে সাথে নিয়ে
লড়তে হবে শক্ত ভাবে
রুখতে সকল দুর্নিতীকে।
ব্জ্র কণ্ঠে আওয়াজ তুলে
শ্লোগান তোকেই দিতে হবে,
শ্বদেশটাকে গড়ার জন্যে
সত্য ও সুন্দর দিয়ে।
তা না হলে
বাঁচবে সন্তান কেমন করে?
======================