১৫
জড়িনা তুমি বলবে আমায়
সত্যি করে একটি কথা।
ফলোয়াপে রাখলে তোমায়
ঘন্টা প্রতি কাজ কর যা,
না থাকলে কেউ নাকের ডগায়
ঘন্টায় ঘন্টায় কমে কেন তা?
স্যার
ধরে না যে আমার মাথায়
কাজ ছেরে কেন বলি কথা।
না কাটালেও সময় কথায়
মনে আসে স্থবিরতা।
যদিও বুঝি,পাইনে যে তায়
আরাম-আয়েশ কোন ফায়দা।
জড়িনা
একটি কথা বলব তোমায়
মনের মাঝে দিলে জায়গা
তা হল ভাই, দায়ীত্ববোধ ও আন্তরিকতা।
এ দুটি গুন থাকলে মাথায়
আপনা হতেই ঘুড়বে চাকা।
না থাকলেও ফলোয়াপার
ফলো করতে নাকের ডগায়
নিজেই হবে নিজের কর্তা।
কাজের গতি নীচে নামায়
নিজেই পাবে মনে ব্যাথা।
দেশটি যে আজ এটিই চায়
বৃদ্ধি করতে তার মুনাফা।
গড়তে দেশে সে মুনাফায়
নতুন নতুন কল কারখানা।
=====================
১৬
পুজিপতি মেশিন কিন
কর্মক্ষেত্র বৃদ্ধি কর।
কাজে লাগাও বেকার যত
দারিদ্রতার শিকল ছির।
=================