১৭
শোন দেশের শ্রমিক বৃন্ধ
শক্তি ব্যয়ে কর্ম ক্ষেত্র
করতে পার সবাই বড়।
আসবে নতুন মেশিন পত্র
বড় হলেই কর্মক্ষেত্র ।
আসবে নতুন মেশিন যত
কাজ পাবে যে বেকার তত।
ভেবে দেখ শ্রমিক বৃন্ধ
কমিয়ে আনতে বেকারত্ব
দ্বীতিও আর নাই যে মন্ত্র ,
বৃদ্ধি ছারা কর্মক্ষেত্র ।
পূজনীয় শ্রমিক বৃন্ধ
কাজ করে তাই বৃদ্ধি কর
দিনে দিনে  কর্মক্ষেত্র
কমিয়ে আনতে বেকারত্ব ।
বেকারগন যে তোমারই কেহ
কাজ পেলে যে ,পাবে অর্থ।
নিজের আয়ে চললেইত
সংসারের ঐ বেকার অংশ ,
কমে যাবে তোমার কষ্ট ।
=====================
১৮
দ্যাখনা শ্রমিক চক্ষু মেলে
লক্ষ বেকার ঘুরছে দেশে ।
নতুন মেশিন আসলে তবে
এরাও সবে
শ্রমিক হওয়ার সূযোগ পাবে ।
কিন্তু কবি
পুজি যদি আটকে রাখে
পুজিপতির সিন্দুকেতে
আসবে মেশিন কেমন করে ?
আমি জানি
পুজিপতি পুজির লোভী ।
পুজির অংক করতে ভারী
যখন তখন করতে রাজি
বিনিয়োগ তার সকল পুজি ।
কাজেই তাকে দেখাও যদি
কর্মক্ষেত্রে সোনা ফলে
শ্রমিক শ্রেনির শ্রম দেওয়াতে ।
পুজি বারে দিনে দিনে
কর্মক্ষেত্রের উন্নতিতে ।
তবেই দেশে
পুজিপতি পুজির লোভে
ভাংবে তালা পেরেক দিয়ে ,
গোপন পুজি কাজে লাগিয়ে
নতুন মেশিন আনবে দেশে ।
কর্মসংস্থান বাড়বে তাতে
বেকার শ্রেনীও সূযোগ পাবে ,
খাটূনি বেচে উপার্জনে
বর্ধিত সব কর্মক্ষেত্রে ।
=================