১৯
কাজ কর ভাই কাজ কর
অর্থ কড়ি আর্ন কর ।
বসে বসে করো নাকো
অসুস্থতার ভান কেহ ।
কাজ কর ভাই কাজ কর
ভীক্ষা চেয়ে লাভ কি বল
ঘুরে ফিরে যে পাও ই কষ্ট ।
ভীক্ষার চেয়ে নয় কি ভাল
কাজ করে কেউ পেলে অর্থ ।
কাজ কর ভাই কাজ কর
কাজ না করে যদি কেহ
অসৎ পথে আর্ন কর
ভুগবে তাতে তুমি সহ
পাসে থাকা দু-চার জনও।
কাজ কর তাই কাজ কর
অভাব যাদের নাই মোটেও
তারাও সবে কাজ কর ।
কাজ করলেই আসে অর্থ
মিটে তাতে অভাব যত।
না করে তাই সময় নষ্ট
অর্থ কড়ি আর্ন কর,
কাজ কর ভাই কাজ কর ।
দেশের খাও দেশের পর
কাজ না করে যদি শুধু
দেশের সময় নষ্ট কর ,
তাহলে কি হবে কভু
দেশটি তোমার উন্নত ?
কাজ কর তাই কাজ কর ।
=============
২০
দেশের যত বেকার বল
বেকার সংঘ তৈরী কর ।
চাকুরী পেতে মিছিল কর
মিছিলেতে শ্লোগান ধর
“ পুজি পতি মেশিন কিন
কর্ম সংস্থান বৃদ্ধি কর “
“ কর্ম সংস্থান বৃদ্ধি করলে
খাটুনী দেব মনে প্রানে
বৃদ্ধি করতে ফলন তাতে “
“ করব ফলন কর্মক্ষেত্রে
গুন বিচারে বিশ্ব মানের ,
আনতে ধরে অর্ডার তাতে
বিদেশী সব ব্যায়ার গনের “
আসলে অর্ডার বিদেশ হতে
বাড়বে পুজি দিনে দিনে ,
ফললে অর্ডার সোনা রুপে
দিনে দিনে বাড়বে তা যে ।
যার বিনিময় দেশের মাঝে
কর্ম সংস্থান বাড়তে থাকবে
অর্থ নীতিও চাঙ্গা হবে ।
=================