কে যাবি আয় উন্নয়নের পথে
দামী পোষাক, সার্টিফিকেট
ষ্ট্যাটাস আর আরাম আয়েশ
সকল কিছু ভুলে ।
ধরতে লাঙ্গল শক্ত করে
ধান ফলাতে মাঠে ।
কে যাবি আয় উন্নয়নের পথে
যায়গা জমি যাদের নাইরে
নাইরে মামা প্রশাসনে
আয় তোরা সব মেশিন ঘরে ,
মন লাগাতে উৎপাদনে
ছোট বড় বিচার না কেউ করে ।
কর্মসংস্থান বাড়বে দেশে
দেখতে পাবি দিনে দিনে
ফলে যদি সোনা তোদের কাজে ।
বেকার সময় লাগবে কাজে
কর্মসংস্থান বৃদ্ধি পেলে ,
উন্নতি যে হবেই তাতে দেশে ।
নিবেদন তাই বেকার গনকে
তত্বটিকে দেখতে ভেবে ।
তত্ব যদি সত্য হয়রে
বেকার গনের বিচারেতে ,
তবে আয়
আয়রে সবে উন্নয়ের পথে ।
================