২৪
স্বাধীন স্বদেশ ও অর্থ প্রাপ্তী
দুটোর মিলনেই আসল মুক্তি ।
স্বাধীণ স্বদেশ পেলেও জাতি
উপার্জনে পায়নি গতি ।
উপার্জনে পেতে গতি
গড়েনি যে দক্ষ কর্মী ।
গড়লে এ দেশ দক্ষ কর্মী
ঊৎপাদনে বাড়বে গতি।
দক্ষ হাতের ছোঁয়া লাগি
ফলবে ফলন সোনা রুপী ।
রফতানী আয় বাড়বে বেশী
আমদানী ব্যয় আসবে নামি ।
হবে দেশের অর্থনিতি
দিনে দিনে শক্তিশালি,
অর্থের রিজার্ভ হওয়ায় ভারী ।
স্বাধীনতার পাশাপাশি
স্বচ্ছলতাও পাবে জাতি ।
===============
২৫
শিল্প বাঁচাও শ্রমিক বাঁচবে
সর্ব খাতে উন্নতি হবে ।
শিল্প বাড়াও শ্রমিক হবে
দেশে যারা বেকার আছে ।
আয় উন্নতি বাড়বে দেশে
বেকার শক্তি লাগলে কাজে ।
শিল্প বাড়াও শ্রমিক হবে
দেশে যারা বেকার আছে ।
সমাজ জীবন স্বস্তি পাবে
বেকার মগজ বন্দি হলে ,
নির্ধারীত কাজের মাঝে
অসামাজিক ধান্দা ছেরে ।
================