২৬
রক্ষা করতে স্বদেশ ভূমি
মাধ্যম যেমন সেনা শ্রেনী।
ঊণ্ণয়নেরও মাধ্যম তেমনি
দেশের  দক্ষ শ্রমিক শ্রেনী।
কাজেই এসো কুচিং খুলি
তৈরী করতে যোগ্য শ্রমিক।
যেমনি ভাবে তৈরী করি
দেশ রক্ষার্থে যোগ্য সৈনিক।
উপার্জনে অর্থ কড়ি
ঘটাতে বিপ্লব অর্থনৈতিক।
===============
২৭
দেশের সকল কর্ম ক্ষেত্রে
অভীজ্ঞ জন যারা আছ ,
তাঁরা সবাই ট্রেনিং দিয়ে
জুনিয়রদের তৈরী কর ।
কোয়ালিটিফুল কাজের জোড়ে
দখল করতে বহিঃবিশ্ব ।
তা না হলে আসবে নারে
বিদেশ হতে অর্ডার পত্র ।
মেশিন দেশের চলবে নারে
বৃদ্ধি পেলেও কর্ম ক্ষেত্র ।
=============


২৮
দক্ষতা দাও সোনা দেব
ফলিয়ে কর্মক্ষেত্রে।
মেশিন দিলেই ফলন দেব
স্বচ্ছলতা আনতে।
উৎপাদন হার বাড়িয়ে দেব
পুজি বৃদ্ধি করতে ।
অর্থ নিতি সক্ত করব
বাড়িয়ে পুজি দেশে।
সক্তিশালী  হবে দেশও
পুজি বৃদ্ধির ফলে ,
সক্ত সবল শ্রমিক সুংঘ
গড়ে উঠলে দেশে ।
===============
২৯
যারে
পাগল হয়ে খুজ তুমি
আকাশের ঐ নীলে ।
পাওয়ার জন্য যারে তুমি
ঘুমাওনা যে রাতে ।
ধরতে যারে ছোট তুমি
ছায়াপথের মাঝে ।
সে যে
ছায়ার মত সারাক্ষনই
থাকে তোমার পাশে ।
খুলেনা সে মুখোশ খানি
তোমায় ধরা দিতে।
বেকারত্বের কষ্টখানি
তুমিও পাবে বলে ।
তবে
পাবে তারে প্রেম পিয়াসী
খুজা খুজি ছেরে ,
খুজার সময় লাগাও যদি
দেশের উন্নয়নে ।
কর্ম সংস্থান পেলে বৃদ্ধি
উন্নয়নের ফলে ।
পেলে সেও কর্মখালি
খোজ তুমি যারে।
হাত বাড়িয়ে ধরবে চাপি
তোমায় বুকের মাঝে ।
পেলেই সে অব্যাহতি
বেকার জীবন হতে ।
================