৩১
কাজ শিখালে জুনিয়রকে
সূযোগ খুজে ক্ষনে ক্ষনে
বসবে নিজে কেমন করে
বস সরিয়ে তার আসনে ।
পুজি পতিও সূযোগ বুঝে
কম খরচে কাজ করাতে
অভীজ্ঞদের বিদায় করে ।
দেশের কালচার এমন হলে
জন্ম নেবে কেমন করে ?
নতুন শ্রমিক দেশের মাঝে
কাজ শিখে সে বেকার হতে।
স্কুল কলেজও নাই তেমন যে
ট্রেনিং দিয়ে গড়তে পারে
দক্ষ শ্রমিক দেশের জন্যে ।
যাদের কাজের বিনিময়ে
ফলবে সোনা কর্মক্ষেত্রে ।
এমন নিয়ম চললে দেশে
লাভ কি হবে বৃদ্ধি করে
নতুন মেশিন দেশের মাঝে ?
ফলবে না যে ফলন তাতে
যেমন প্রয়োজন তেমন রুপে
দক্ষ সেনার অভাবেতে ।
কিন্তু দেশের সেনা ক্যাম্পে
দিচ্ছে ট্রেনিং যেমন করে ,
দক্ষ সেনা তৈরী করতে
সিনিয়রগন জুনিয়রকে ।
ট্রেনিং পেয়ে কেউ র্যাং কে উঠলে
ট্রেনিং দাতাও ঊপরে উঠে ।
হয়না ছাটাই কখনো সে
যত দিন তার বয়স থাকে ।
এমন নিয়ম চালু হলে
দেশের সকল কর্মক্ষেত্রে ,
দক্ষ শ্রমিক তৈরী হবে দলে দলে
অভীজ্ঞদের ট্রেনিং পেয়ে ।
যাদের হাতে মেশিন দিলে
ফলবে ফসল সোনা রুপে ।
বেকারত্ব আসবে কমে
ভাসবে সবে ,
উন্নয়নের জোয়ারেতে ।
===================