৩২
অভীজ্ঞ জন যদি ভাব
নিজের কাজ নিজেই করব
জুনিয়রকে বয় বানাব ।
থাকব নাকো টেনশনেতে
চাকূরী চলে যাবার ভয়ে ।
তাহলে যে, জিতবে নিজে
ঠকবে দেশের জনগনে ।
আসছে যারা কর্ম ক্ষেত্রে
লেখা পড়া করার শেষে ,
শিখবে তারা কেমন করে
উন্নয়নের হাল চালাতে ।
দক্ষ শ্রমিক না গড়লে যে
লাভ হবে না মেশিন কিনে ।
পুজির অংক গুটিয়ে নেবে
পুজিপতির লাভ না হলে ।
কর্ম সংস্থান আসবে কমে
না বেড়ে তা দিনে দিনে ।
বাড়বে তাতে অশান্তি যে
বেকারত্ব বাড়ার ফলে ।
দেশের শান্তি রাখতে ধরে
ছালাম জানাই সবার তরে ,
যারা আছ কর্ম ক্ষেত্রে
অভীজ্ঞতা নিয়ে বসে ।
তোমরা আমার ভাই,বোন আমার
বন্ধু আমার শ্রমিক সমাজ ।
কিছু কথা রাখ আমার
চাকুরী নিয়ে ভেবো না আর ।
চাকুরী হাড়ানোর ভয় না পেয়ে
ভাব সবাই মুক্ত মনে ,
যেমন  করে মুক্তি যুদ্ধে
মুক্তি যোদ্ধা মরছে দেশে
স্বাধীনতা পাওয়ার জন্যে ।
তেমনি ভাবে
শুধু চাকুরী নয়রে ,
জীবন দেব প্রয়োজনেতে
অর্থনৈতিক মুক্তি আনতে ।
চালাও ট্রেনিং দেশের স্বার্থে
গড়তে শ্রমিক বেকার হতে ।
অভাব হতে মুক্ত করতে
দেশের সকল বেকার গনকে ।
চালাও মেশিন সবাই মিলে
বাড়াও পুজি দিনে দিনে
কর্ম সংস্থান বৃদ্ধি করতে ।
======================
৩৩
আমি করম আলী
পেশা আমার দর্জিগিরি
করি শুধু কাটাকাটি ।
কাটার বাহন লোহার কেচী
কিন্তু
দৃষ্টি দিলেই কেচীর প্রতি
কেচী নহে ,শুধুই দেখি
কেচীর মাঝে মেয়ের হাসি।
হয়ত তাই
কেচী দিয়েই যে যোগার করি
মেয়ের প্রীয় আইস কিরিমের বাটি ।
=================