৩৪
জেনে রাখ স্বাধীন দেশ
ট্রেনিং পেলে হয় কি বেশ।
স্বাধীন স্বদেশ তৈরী করতে
ট্রেনিং নিল জনগনে ।
ট্রেনিং নিয়ে মাঠে ঘাটে
ধরল সবে বীরের বেশ।
ট্রেনিং পেয়ে লাংগল ছেরে
কৃষকরাও ছুরল বুলেট ,
শ্ত্রু সেনা নিধন করতে
বিদ্ধ করল বক্ষ তাদের ।
থাকল না কেউ অবশেষে
দক্ষ সেনা শোষক দলে
টিকতে পারে তারার মুখে
ট্রেনিং প্রাপ্ত জনগনের ।
হাত উঠাল সবাই মিলে
খোলে তাদের শোষক বেশ।
বুঝলে এবার স্বাধীন দেশ
করতে সাধন অসাধ্যকে
ট্রেনিংই হল আসল কেস ।
দাওনা ট্রেনিং কেন তবে
গড়তে শ্রমিক বেকার হতে ?
কাজে যে জন আছে লেগে
উন্নয়নের সূত্র মতে
তাকে আরও  দক্ষ করতে ?
যার বিনিময়ে তৈরী হবে
শক্তিশালী স্বাধীণ দেশ।
==================
৩৫
মানুষ আছে যায়গা নাইরে
এমন দশা বাংলাদেশে ।
দেশ ছেরে তাই যেতে হবে
জায়গা পেতে বিদেশেতে ।
কিন্তু
দক্ষতাই ভরসা যে
একমাত্র যাওয়ার ক্ষেত্রে ।
দক্ষ শ্রমিক হতে পারলে
ডাক পাবে যে বিদেশ হতে ।
বেতন ভাতাও বেশি পাবে
অদক্ষদের তুলনাতে ।
ফললে সোনা কাজের ফলে
বিদেশীদের কর্ম ক্ষেত্রে ।
ছিটিজেন সিপ তারাই দেবে
রাখতে ধরে তাদের দেশে ।
=====================
৩৬
স্বাধীনতা তুমি গর্ব কর
সৈনীকেরা বিদেশেতে
সুনাম অর্জন করছে বলে ।
গর্ব তোমার আরও হত
গড়তে যদি শ্রমিক দেশে
উপযুক্ত  ট্রেনিং দিয়ে
সেনাবাহিনীর আদলেতে ।
ট্রেনিং পেয়ে ,
দক্ষ শ্রমিক বিদেশ যেয়ে
শ্রমবাজার দখল করলে ।
পারতে তুমি সবার হতে
বিদেশ হতে
অঢেল টাকা আসলে দেশে
দক্ষ শ্রমিকের কাজের ফলে ।
দেশের মাঝে ,
কল বাড়ালে দিনে দিনে
শ্রমিক শ্রেনির উপার্জনে ।
ফুটলে হাসি সবার মুখে
উপার্জনের সূযোগ পেয়ে ।
সকল শ্রেনি মুক্তি পেলে
দারীদ্রতার কবল হতে।
======================